Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

করোনা: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক

মার্চ ২১, ২০২০, ১২:২৩ পিএম


করোনা: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত

করোনাভাইরাস কারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজ স্থগিত করা হয়েছে। শনিবার (২১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট আয়ারল্যান্ড এ তথ্য জানিয়েছে।

আয়ারল্যান্ড জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আইরিশ ও যুক্তরাজ্য সরকারের নির্দেশনা মেনেই দু্ই দেশের বোর্ড সম্মত হয়েছে সিরিজ স্থগিত করতে।

আগামী ১৪ মে থেকে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের।

এরপর ২২ মে থেকে ইংল্যান্ডে হওয়ার কথা ছিল চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আয়ারল্যান্ডে ভেন্যুর স্বল্পতার কারণে ইংল্যান্ডে এই সিরিজ আয়োজন করতে চেয়েছিল আইরিশরা।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড শনিবারই জানিয়েছে, আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত করেছে তারা।

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ভাগ্যও তাতে নির্ধারিত হয়ে যায় অনেকটাই।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, পরিস্থিতি বুঝে নতুন সূচি নিয়ে কাজ করবেন তারা।

আমারসংবাদ/এআই