Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

লিংকডইনের সিইও পদ ছাড়ছেন জেফ ওয়েনার

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৪:৩২ এএম


লিংকডইনের সিইও পদ ছাড়ছেন জেফ ওয়েনার

স্বতন্ত্র ব্র্যান্ড, সংস্কৃতি ও স্বাধীনতা বজায় রেখে জেফ ওয়েনার প্রধান নির্বাহী হিসেবে লিংকডইন’কে এগিয়ে নিয়ে গেছেন এক দশকের বেশি সময় ধরে। এবার তিনি পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এক সাক্ষাৎকারে জেফ ওয়েনার এমন ঘোষণা দেয়ার পর লিংকডইন’ জানিয়েছে, আগামী ১ জুন থেকে নতুন কেউ সিইও দায়িত্ব নেবেন। প্রতিষ্ঠানটিরই পণ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রায়ান রোজলানস্কি এ পদে স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা বেশি। রায়ান বর্তমানে প্রতিষ্ঠানটির বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের দায়িত্ব পালন করছেন।

২০১৬ সালে নগদ ২ হাজার ৬০০ কোটি ডলার দিয়ে প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট লিংকডইন কিনেছে মাইক্রোসফট। সে কারণে লিংকডইনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাইক্রোসফট প্রধান সত্য নাদেলার তত্ত্বাবধানে কাজ করতে হবে।

জেফ ওয়েনার প্রধান নির্বাহীর পদ ছাড়লেও লিংকডইনে থাকছেন।

শোনা যাচ্ছে, তিনি নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন। এ পদে থেকে তিনি প্রতিষ্ঠানটির লিডারশিপ টিমকে সমর্থন ও নেতৃত্ব দেবেন।

আমারসংবাদ/জেডআই