Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

হোয়াটসঅ্যাপেও কল ওয়েটিং সুবিধা

প্রযুক্তি ডেস্ক

নভেম্বর ৩০, ২০১৯, ০৩:০০ পিএম


হোয়াটসঅ্যাপেও কল ওয়েটিং সুবিধা হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার চালু করেছে মেসেজিং অ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো বন্ধুর সঙ্গে অডিও-ভিডিও কল করার সময় অন্য কেউ কল করলে তা জানা যাবে। গ্রাহক চাইলে মোবাইল ফোনের আদলে চালু থাকা কল কেটে নতুন কলও রিসিভ করতে পারবেন। এছাড়া কল শেষ করে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগও মিলবে। হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসে। এর আগে স্বয়ংক্রিয় ‘ভয়েস মেসেজ’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। স্বয়ংক্রিয় ‘ভয়েস মেসেজ’ সুবিধায় ব্যবহারকারীদের কাছে আসা একাধিক ‘ভয়েস মেসেজ’ আলাদাভাবে ক্লিক করার বদলে স্বয়ংক্রিয়ভাবে একটির পর একটি শোনার সুযোগ পাওয়া যায়। আরআর