Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

হজযাত্রীদের নিবন্ধন শুরু রোববার থেকে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৮:৩৫ এএম


হজযাত্রীদের নিবন্ধন শুরু রোববার থেকে

রোববার (১ মার্চ) থেকে সরকারি এবং সোমবার (২ মার্চ) হতে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। উভয় ক্ষেত্রেই ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন প্রাক-নিবন্ধনকারীরা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় সব প্রাক-নিবন্ধিত ব্যক্তি এবং ৬ লাখ ১৮ হাজার ২৫৯ ক্রমিক পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন করতে পারবেন।

উভয় ক্ষেত্রেই পাসপোর্টর মেয়াদ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্টর মেয়াদ থাকতে হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে অাগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮জন বাংলাদেশি হজে যেতে পারবেন।

আমারসংবাদ/এমএআই