Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

নয়াপল্টনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: আহত ৩

ডিসেম্বর ২২, ২০১৪, ০৭:১০ এএম


নয়াপল্টনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: আহত ৩

  ঢাকা মহানগর বিএনপির লালবাগ থানা কমিটি গঠনকে কেন্দ্র করে নয়াপল্টনে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুই জনকে আট্ক করেছে।

সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষে জড়ায় লালবাগের সাবেক ওয়ার্ড কমিশনার আলতাফ হোসেন ও আজমের নেতৃত্বাধীন গ্রুপ। আলতাফ হোসেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অনুসারী বলে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটি গঠনে মতৈক্যের জন্য বেলা সাড়ে ১১টার পর বিএনপি কার্যালয়ে বৈঠকে বসে লালবাগ থানা বিএনপি। এসময় মতানৈক্যের জের ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় দু’পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’পক্ষকেই ধাওয়া করে পুলিশ।

প্রায় ২০-২৫ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়ার পর নয়াপল্টন এলাকা এখন খানিকটা শান্ত রয়েছে। তবে দলের কার্যালয়ে অবস্থান করছে আজম গ্রুপ। আর কার্যালয়ের বিপরীত পাশের ভাসানী মিলনায়তনে অবস্থান করছে ‍আলতাফ গ্রুপ।