Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

পোলিং এজেন্ট কার্ড ছাড়ায় দায়িত্ব পালন!

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২০, ০৭:৩০ এএম


পোলিং এজেন্ট কার্ড ছাড়ায় দায়িত্ব পালন! শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে ঢাকা দুই সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। দক্ষিণ সিটির নতুন ৬৫ নাম্বার ওয়ার্ডের ভোট কেন্দ্র সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, পাড়াডগাইর ডেমরা। এইকেন্দ্রে কয়েকটি মহিলা বুথে গিয়ে দেখা যায়, পোলিং এজেন্ট কার্ড ছাড়ায় দায়িত্ব পালন করতে। এ কেন্দ্রে বেশ কয়েকজনের কাছে জানতে চাইলে এ প্রতিবেদকে তারা জানান, এখানো তাদের পোলিং এজেন্ট কার্ড দেয়া হয়নি। কিন্তু তাদের অনেকেরই নৌকা এজন্টেদের ব্যবহৃত কার্ড ঝুলাতে দেখা যায়। এছাড়া তাদের সামনে ভোটার লিষ্টের তালিকা দেখা যায়। এসময় ওই বুথের সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে এ বিষয়ে জানতে চাইলে তিনি আমার সংবাদকে বলেন, তাদের কার্ড দিয়ে যাবে বলছে। এর কিছু সময়ের মধ্যে দুই জন পাশের রুমে গিয়ে পোলিং এজেন্টের একটা কার্ডে দুইজনের নাম লিখা আছে বলে এ প্রতিবেদকের কাছে দেখায়। এ বুথের আরেক মহিলা জানান তিনি বিএনপি'র মোননীত কাউন্সিলরের পোলিং এজেন্ট, তবে কার্ড দেখাতে পারেননি। পরে জানান কার্ড দিয়ে যাবে বলেছে এখনো দেয়নি। এসময় সহকারি প্রিজাইডিং অফিসার তাদের কার্ড নিয়ে আসতে বললে একজন পাশের রুম থেকে একই কার্ডে দু'জনের নাম লেখা কার্ড দেখান আর অপর আরেক মহিলা তার কার্ড নিতে গিয়ে আর কোনো খবর পাওয়া যায়নি। এই কেন্দ্রে কোনো বিএনপির প্রার্থীর এজেন্ট চোখে পড়েনি। আমারসংবাদ/বিএইচ/এমএআই