Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

‘শুটিং নিয়ে এখনই কিছু বলতে পারছি না’

বিনোদন প্রতিবেদক

জুন ১৮, ২০২০, ০৭:৫৪ পিএম


‘শুটিং নিয়ে এখনই কিছু বলতে পারছি না’

করোনা পরিস্থিতির কারণে গত প্রায় তিনমাস ধরেই স্থবির অবস্থা বিরাজ করছে। থমকে আছে শোবিজ অঙ্গনও। যদিও এরই মধ্যে চলচ্চিত্র ও নাটকের শুটিং শুরু হয়েছে।

তবে অনেকেই এ অবস্থায় কাজ করতে চাইছেন না। সেই কাতারে রয়েছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরিও। করোনা সংক্রমণের কারণে তিনি এখন ঘরবন্দি। বের হচ্ছেন না বলেই চলে।

পূজা বলেন, একটানা দুই মাস ঘরবন্দি ছিলাম। বাইরের আবহাওয়া কেমন, অবস্থা কেমন সব ভুলে গিয়েছিলাম! দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে একবার বের হয়েছিলাম। তবে ঘরবন্দি সময়টা অনাকাঙ্ক্ষিত। এটা কারোই কাম্য নয়।

তারপরও সময়টা ভালোভাবে কাটানোর চেষ্টা করছি। টিকটক করছি, বাসার কাজ করছি টুকটাক। আর পড়াশোনা নিয়েও সময় কাটছে। এখন আর করার কিছু নেই। কাজ না থাকলেও বাসায়ই থাকতে হচ্ছে। অনেকেই তো শুটিং করছেন এখন। শুটিংয়ে ফেরার ইচ্ছে রয়েছে কি?

উত্তরে পূজা বলেন, কবে নাগাদ শুটিং শুরু করবো এই মুহূর্তে বলতে পারছি না। কারণ আমি শুটিংয়ের জন্য প্রস্তুত নই। এর কারণ হচ্ছে লকডাউন থাকাকালীন অনেক মানুষ মারা গেছেন।

এখনেও পরিস্থিতি ঠিক হয়নি। প্রতিদিনই আক্রান্ত ও মারা যাওযার সংখ্যা বাড়ছে। খুব ভয়াবহ পরিস্থিতি এখন। এই পরিস্থিতিকে কাজ শুরু করতে চাই না। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি সবাই যেনো সুস্থ থাকেন।

পূজা চেরি আরো বলেন, শুটিংয়ে অনেক লোকজনের ব্যাপার। এর মধ্যে একজন আক্রান্ত হলে সবাই ঝুঁকিতে থাকবেন। আমি মনে করি, এখন যদি আমি বেঁচে যাই এর পরে আরা অনেক শুটিং করতে পারবো।

অনেক কাজ করতে পারবো। তাই এই সময়ে কাজের আগ্রহ নেই। এদিকে পূজা অভিনীত ‘শান’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির কথা ছিলো। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি।

এম এ রাহিম পরিচালিত ‘শান’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। পূজা চেরি ছাড়াও এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও তাসকিন। এ ছাড়াও অভিনয় করেছেন চম্পা এবং অরুণা বিশ্বাস।

আমারসংবাদ/এসটিএম