Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

করোনা উদ্বেগের মধ্যেই চীনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২০, ১১:১৯ এএম


করোনা উদ্বেগের মধ্যেই চীনে শক্তিশালী ভূমিকম্প

ভয়াবহ করোনাভাইরাস উদ্বেগে ক্রমশ বিশ্বজুড়ে পরিস্থিতি জটিল আকার নিচ্ছে। করোনা থেকে বাঁচার পথ খুঁজছেন বিশ্বের সব মানুষ। এর মধ্যেই আবার প্রাকৃতিক দুর্যোগ।

শুক্রবার (২০ মার্চ)  সকালে কেঁপে উঠল তিব্বতের বড় অংশ। ভারত থেকে খুব দূরে না হলেও ভারতে কম্পনের প্রভাব পড়েনি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। যাকে জোড়াল ভূমিকম্প হিসাবেই দেখা হয়।

 অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটা না থাকলেও যেসব আছে সেগুলো কাঁচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায়।

আমারসংবাদ/এআই