Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

নাজমুল হুদার স্ত্রী ও ২ মেয়ের জামিন

আদালত প্রতিবেদক

মার্চ ১০, ২০২০, ০২:৪৮ পিএম


নাজমুল হুদার স্ত্রী ও ২ মেয়ের জামিন

 

অর্থপাচারের মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা ও দুই মেয়ে শ্রাবন্তী আমিনা হুদা ও অন্তরা সেলিমা হুদার জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখিত আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেন। এরপর জামিনের মেয়াদ শেষ হওয়ায় এদিন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে জামিন নেয়।

গত ৯ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। দুই মামলাতেই সিগমা হুদা, মেয়েদেরকেও মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে প্রায় পৌনে ৭ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

আমারসংবাদ/জেআই