Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

আসছে করোনাভাইরাসের নতুন টেস্ট পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩, ২০২০, ০৮:০৬ এএম


আসছে করোনাভাইরাসের নতুন টেস্ট পদ্ধতি

আসছে করোনাভাইরাসের নতুন টেস্ট পদ্ধতি। আগামী এক সপ্তাহের মধ্যেই করোনাভাইরারেস পরীক্ষা পদ্ধতির উন্নয়ন করা সম্ভব হবে।

এইচআইভি টেস্টের মতই আঙ্গুল থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা হবে। অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে জানা যাবে শরীরে ভাইরাস আছে কিনা এবং এ থেকে প্রতিরোধের উপায় কি।

সাধারণত দুই ধরনের কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়। প্রথমত মুখের লালা পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়ত অ্যান্টিবডি পরীক্ষা যার উন্নয়নের কাজ চলছে। এর মাধ্যমে সহজেই বলা সম্ভব শরীরে ভাইরাস আছে নাকি নেই।

বিট্রিশ কম্পানি যারা এইচআইভি নিয়ে কাজ করেছিল তারা বলছে, আগামী এক সপ্তাহের মধ্যেই করোনার পরীক্ষা পদ্ধতির উন্নয়ন করা সম্ভব হবে। এরই মধ্যে ব্রিটেন সরকার ৩৫ লাখের মত অ্যান্টিবডি টেস্ট কিট কিনেছে তবে এর যর্থাথতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।

উল্লেখ্য, সারাবিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৫৩ হাজারও বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি। এর মধ্যে বাংলাদেশে মারা গেছে ৬ জন। আক্রান্ত হয়েছে ৬১ জন।

আমারসংবাদ/এআই