Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

রাশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২০, ০৯:১২ এএম


রাশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপকূলে ভূমিকম্পের পর থেকে কুরিল দ্বীপপুঞ্জের উত্তর অংশের বাসিন্দারা সুনামির হুমকির মধ্যে আছেন বলে রাশিয়ার জরুরি বিভাগের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের সাপোরো নগরী থেকে ১৪০০ কিলোমিটার (৮৫০ মাইল) দূরে ভূগর্ভের ৫৯ কিলোমিটার (৩৭ মাইল) গভীরে ।

ইউএস ন্যাশনাল সুনামি সেন্টার বলেছে, তারা ঝুঁকির মাত্রা নিরুপন করছে। সেইসঙ্গে ভূমিকম্পে এ অঞ্চলে ভয়ঙ্কর সুনামির আশঙ্কা রয়েছে বলে জানায় সংস্থাটি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।

আমারসংবাদ/এআই