Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

মালয়েশিয়ার দুটি ভবন লকডাউন, আটকা পড়েছে বাংলাদেশিরা

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া থেকে

এপ্রিল ৮, ২০২০, ০৪:৪৭ পিএম


মালয়েশিয়ার দুটি ভবন লকডাউন, আটকা পড়েছে বাংলাদেশিরা

করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়ায় এবার চলছে আবাসিক ভবন ও এলাকা ভিত্তিক লকডাউন।

ইতিমধ্যেই সেদেশের করোনা আক্রান্ত এলাকাকে রেড জন ঘোষণা করেন। যার মধ্যে কমপক্ষে ৬ টি এলাকাকে রেড জন ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়ার প্রাণ কেন্দ্র কুয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়া এলাকার ২টি ভবন লকডাউন করা হয়েছে। কুয়ালালামপুর সিটি হল (ডিবি কেএল) এর ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার, সেনাবাহিনী ও পুলিশ ভবন দুটিতে প্রবেশ ও বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

কুয়ালালামপুরে মঙ্গলবার দুটি বিল্ডিং সেলাঙ্গর ম্যানশন ও মালায়ান ম্যানশনে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভবন দুটি লকডাউন করা হয়। এর আগে ২ মার্চ একই এলাকার মুন্সী আবদুল্লাহ রোডের সিটি ওয়ান প্লাজা কোভিড-১৯ প্রাদুর্ভাবে লকডাউন করা হয়।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরির মন্ত্রী তান শ্রী আনোয়ার মুসা বলেছেন, জালান মসজিদ ইন্ডিয়াতে অবস্থিত এ দুটি ভবনে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের অভিবাসী কর্মীরা বসবাস করেন। তবে কতজন বাংলাদেশী আটকা পড়েছে তার বিস্তারিত জানা যায়নি।

এখন পর্যন্ত মালয়েশিয়ায় নতুন করে ১৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২ জন মারা গেছেন।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১১৯। মারা গেছেন ৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১৪৮৭ জন।

আমারসংবাদ/এমআর