Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

বুধবারের এসএসসি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৭, ২০১৫, ১১:০৯ এএম


বুধবারের এসএসসি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি

 

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল বাড়ানোয় বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আবার পেছানো হয়েছে।

বুধবারের এসএসসি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাকী সব পরীক্ষা যথারীতি চলবে।
 
মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
 
বুধবার এসএসসিতে পর্দাথ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
 
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, 'চলমান সহিংসতার কারণে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাসের যে ঘাটতি দেখা দিয়েছে তা  অর্ধশত বছরেও পূরণ হবে না। আমরা খুবই উদ্বিগ্ন। শিক্ষার্থীদের আমরা ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি না। ফলে আমরা বুধবারের পরীক্ষাও পেছানোর সিদ্ধান্ত নিয়েছি। বুধবারের পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অন্য সব পরীক্ষা যথারীতি চলবে।'
 
উল্লেখ্য, হরতালের কারণে এবার এসএসসির পরীক্ষা নেওয়া হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নামে পাঠানো এক বার্তায় আগামীকাল থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতালের কথা বলা হয়েছে। এর ফলে আগামীকালকের পরীক্ষা কবে নেওয়া হবে তা জানানোর জন্য আজ বিকেলে সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করার কথা ছিল শিক্ষামন্ত্রীর।