Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ১৫ মার্চ থেকে আসছে ভারতীয় পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২০, ১১:২৫ এএম


নিষেধাজ্ঞা প্রত্যাহার, ১৫ মার্চ থেকে আসছে ভারতীয় পেঁয়াজ

পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে ভারত সরকার।

১৫ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবার পেঁয়াজ রপ্তানি শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

ফলে ওইদিন থেকেই ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করবে এবং এর প্রভাবে নিতপণ্যটির দাম আরো কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এর আগে পেঁয়াজ রপ্তানি নীতিমালায় যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল সেটিতেই সংশোধনী আনলো দেশটির কেন্দ্রীয় সরকার।

এর ফলে ব্যাঙ্গালুরু রোজ পেঁয়াজ, কৃষ্ণপুরাম পেঁয়াজসহ দেশটির সব ধরনের পেঁয়াজ রপ্তানিতে আর কোনো বাঁধা থাকল না।

ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে গত ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তারা।

এর আগে গত ২৬ ফেরুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাম বিলাস পাসোয়ান এ তথ্য নিশ্চিত করে টুইটারে পোস্ট দিয়েছিলেন।

ওই ঘোষণার ৫ দিনের মাথায় সোমবার (২ মার্চ) নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা জারি করা হলো।

আমারসংবাদ/এমএআই