Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা অনু আহমেদ গুরুতর আহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

মে ২৩, ২০২০, ১০:৪০ এএম


নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা অনু আহমেদ গুরুতর আহত

নবীগঞ্জ উপজেলার পানিউম্দা বাজারে শুক্রবার বিকেলে  ইফতার পূর্বে হঠাৎ এক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা যুবলীগের অন্যতম নেতা ও বড়ছভ়া পাবসস লিঃ এর সভাপতি মোঃ অনু আহমেদ (৩৮)৷

তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে পাশ্ববর্তী  বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে ভর্তি করেন৷এ হামলার কারণ হিসেবে আহত অনু আহমেদ অভিযোগ করে বলেন তিনি বড়ছভ়া পাবসস লিঃ এর সভাপতি।

বড়ছড়া উপ প্রকল্পের খনন কাজ তার মাধ্যমে চলে আসছিল, এই উন্নয়ন মূলক খনন কাজে একই এলাকার আনিছ মিয়া সহ কয়েকজন লোক মিলে তার কাছে বিভিন্ন মাধ্যমে কিছু দিন পূর্ব থেকে ২ লাখ টাকা চাঁদাদাবি করে আসছিলেন৷ এতে তিনি চাঁদা দিতে অনীহা প্রকাশ করিলে একাধিকবার তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো তারা৷

এরই জেরধরে আনিছ মিয়া সহ তার ছেলে জনি, তারেক, সাদেকসহ কয়েকজন দুর্বৃত্ত মিলে অস্ত্রশস্ত্র সহকারে উল্লেখিত সময়ে পানিউম্দা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত ওৎ পেতে থেকে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের পথরোধ করে অনু আহমেদের উপর সন্ত্রাসী হামলা চালায়৷ এতে অনু আহমেদ মাটিতে লুটিয়ে পড়লে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্য হামলা করে রক্তাক্ত জখমী করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা৷

এসময় ফিল্মি স্টাইলে সন্ত্রাসীরা বীরদর্পে বাজার এলাকায় দিবালোকে  ত্রাসের  সৃস্টি করে৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে ভর্তি করেন৷

এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

এদিকে এ হামলার ঘটনায় নবীগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোরদাবি জানিয়েছেন৷

আমারসংবাদ/এমআর