Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

একদিনে ২৮ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০২০, ০৮:৪৪ এএম


একদিনে ২৮ মৃত্যু, আক্রান্ত ৪৫ হাজার ছুঁই ছুঁই

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে আরো এক হাজার ৭৬৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত একদিনে দেশে মারা গেছেন আরো ২৮ জন। এ নিয়ে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।

শনিবার (৩০ মে) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ১১৬। এছাড়া আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৪৫ হাজার ৬৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৭১ হাজার ৪৪০ জন।

আমারসংবাদ/জেডআই