Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

ধামরাইয়ে করোনা মোকাবেলায় ছাত্রলীগের মেডিকেল টিম গঠন

আব্দুল কাদের, ধামরাই

এপ্রিল ২৫, ২০২০, ০৪:৪৯ পিএম


ধামরাইয়ে করোনা মোকাবেলায় ছাত্রলীগের মেডিকেল টিম গঠন

করোনা ভাইরাস মোকাবেলায় অনন্য নজির স্থাপন করলো ধামরাই উপজেলা ছাত্রলীগ। (২৫এপ্রিল) শনিবার দুপুরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবাধিকার সংস্থার (এভার লাস্টিং) উদ্যোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী মেডিকেল টিম গঠন করা হয়।

এই মানবাধিকার সংস্থাটির উদ্দেশ্য হচ্ছে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় স্বেচ্ছাসেবক টিম গঠন এবং প্রাথমিক চিকিৎসার ধারনা যেমন কোভিড-১৯ এর উপসর্গগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা প্রদান, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেয়া এবং আইসোলেশনে থাকা ব্যক্তিদের খোঁজখবর নেয়াসহ করোনা মোকাবেলায় সহযোগিতা করা।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল) জানায়, 'করোনা ভাইরাস মোকাবেলার জন্য ধামরাই উপজেলা ছাত্রলীগ প্রথম থেকেই সক্রিয় অবস্থানে রয়েছে, উক্ত সংস্থাটির মাধ্যমে আজ আমরা প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে ধারণা পেলাম। আজ তিনটি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের ফরম জমা দিয়েছি। পর্যায়ক্রমে ১৬ টি ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ডে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাধ্যমে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে।

আমারসংবাদ/এমআর