Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

চাটমোহর পৌরসভা ও বিলচলন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ

শিমুল বিশ্বাস, চাটমোহর (পাবনা)

মার্চ ৩১, ২০২০, ১২:৩৮ পিএম


চাটমোহর পৌরসভা ও বিলচলন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ রাস্তায় মানুষের চলাচল তেমন না থাকায় দুর্দিন চলছে। কাজ বন্ধ থাকায় বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমিক পরিবারগুলো। আর এই সময় অসহায় মানুষগুলোর এখন সবচেয়ে বেশি দরকার খাবার।

পাবনার চাটমোহর মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পৌরসভা পৌর সদরের মোট ১১০ টি পরিবার ও বিলচলন ইউনিয়নে ৫০ টি পরিবার গরিব হতদরিদ্র মানুষদের মাঝে শুকনা খাবার ও চাউল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইকতেখারুল ইসলাম, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, পৌর সেনেটারী ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল, চাটমোহর থানার এএস আই জাহাগীর আলম, ৭ ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম, ২ কাউন্সিল রন্জু প্রমুখ।

এছাড়া বিলচলন ইউনিয়নে মোট ৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয় এসময় বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সচিব জাকারিয়া খান, ৪ ওয়ার্ডের মেম্বর আনোয়ার হোসেন, ৭ ওয়ার্ডের মেম্বর রেজাউর সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বর উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এমআর