Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

করোনা: নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২০, ০৫:৫৭ এএম


করোনা: নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ প্রধানমন্ত্রীর

প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে দেশের ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় এমন অনুরোধ জানান তিনি।

‘নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম। কিন্তু তাও আমাদের বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণেই এ অনুষ্ঠান না করার অনুরোধ আপনাদের।’

একই কনফারেন্সে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিপূর্ণভাবে ঠেকাতে সব ধরণের ছুটি (সরকারি-বেসরকারি) আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বাড়বে বলে জানিয়েছেন তিনি।

হাসিনা বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমাদের ছুটিটা একটু বাড়াতে হবে। আমরা ১২ দিনের ছুটি দিয়েছিলাম এটা ১৪ দিন হতে পারে।’

দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা:

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে সাধারণ মানুষের নাগালে থাকে।
গুজবে কান দিবেন না।
আসন্ন বাংলা নববর্ষে ডিজিটাল পদ্ধতিতে গান-বাজনা করা যাবে। নববর্ষ উপলক্ষে কোন জমায়তে চলবে না। নববর্ষের অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন।
জ্বর, হাঁচি-কাশি হলে লুকিয়ে রাখবেন না। লুকাতে গিয়ে পরিবারের সর্বনাশ করবেন না।
শুধু ঢাকায় নয়, বিভাগীয় পর্যায়ে করোনা পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি।
জীবন থেমে থাকবে না। করোনা থেকে জনগণকে রক্ষা করতে হবে।
সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
নার্সদের সুরক্ষার প্রয়োজন।
কোনো পর্যটক যেন কক্সবাজারে না যায়।
রোহিঙ্গা শিবিরে নিজেদের লোক দিয়ে সব কাজ করাবো। বাইরের কাউকে দরকার নেই।
খেটে খাওয়া মজুরদের দিকে নজর দিতে হবে।

আমারসংবাদ/জেডআই