Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

‘শিশুদের প্রকৃতভাবে শিক্ষিত করলে মানব সম্পদে পরিণত হবে’

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২০, ০১:৫৮ পিএম


‘শিশুদের প্রকৃতভাবে শিক্ষিত করলে মানব সম্পদে পরিণত হবে’

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, শিশুদেরকে পারিবারিক-নৈতিক ও একাডেমিক শিক্ষায় প্রকৃতভাবে শিক্ষিত করতে পারলে একদিন তারা মানব সম্পদে পরিণত হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে আরো বেশি জোরদার করতে শিক্ষক/শিক্ষিকাদের আন্তরিক হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হারমোনিয়াম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান এস এম জসিম, সামশুল আলম, হামিদুল হক মান্নান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চিতা পালিত, সাংবাদিক অধীর বড়ুয়া, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শাহিদা বেগম।

শিক্ষিকা ইসমত ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত এসভায় উপজেলা প্রশাসন কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ১০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে হারমোনিয়াম বিতরণ করা হয়। একইদিন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ভিক্ষুক পুণর্বাসনসহ একাধিক কার্যক্রম উদ্বোধন করেন।

আমারসংবাদ/কেএস