Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

দিনাজপুরে ১৯ট মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৬:৪১ এএম


দিনাজপুরে ১৯ট মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 

দিনাজপুরের গোয়েন্দা পুলিশ বোচাগঞ্জ উপজেলায় ১৯ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা করা হয়েছে।

মাদক চোরাকারবারিদের দুই পক্ষের গোলাগুলিতে’আইয়ুব আলী নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে বোচাগঞ্জের হাটরামপুর শালবাগানে গোলাগুলির ওই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটার গান এবং ২০০ ইয়াবা উদ্ধার করেছে।

নিহত আইয়ুব আলী বোচাগঞ্জের রেলকলোনীর মৃত আব্দুর রহমানের ছেলে। একবার তিনি বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইয়ুব তার এলাকায় ‘সন্ত্রাসী ও পকেটমার’ হিসেবেই পরিচিত। মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

ওসি গোলাম রসুল বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার মধ্যরাতে অভিযানে যাওয়ার পথে হাটরামপুর শালবাগানে গোলাগুলির শব্দ পায়।

পুলিশ তখন সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে আইয়ুব আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আইয়ুবকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমারসংবাদ/এমএআই